1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনা জেলা নির্বাচন অফিসে আগুন; ভোটার তালিকা পুড়ে ছাই নিখোঁজের দেড় মাসেও সন্ধান মেলেনি নজরুল ইসলামের মেঘনা নদীতে অভিযান, চাঁদাবাজ চিহ্নিত, দ্রুত আটক প্রক্রিয়াধীন নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে রায়গঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বদলগাছী থানায় মামলা না নেওয়ায় কোর্টে মামলা করলো নিহত সেতুর ভাই লালমোহনে অটোচোর আটক, গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামসহ হস্তান্তর থানায় যশোরে ১১টি স্বর্ণের বারসহ তিন চোরা কারবারীকে আটক যশোরে বিপুল হত্যা: সাবেক স্ত্রীর স্বামীর হাতে নির্মম খুন, প্রধান আসামি বাপ্পি খুলনা নগরের যুবদল নেতা মাহাবুব হত্যায় গ্রেফতার সজল কে তথ্য উদ্ধারের জন্য রিমান্ড মঞ্জুর তারেক-খালেদা জিয়াকে কটূক্তির প্রতিবাদে ময়মনসিংহ মেডিকেলে ড্যাবের বিক্ষোভ কর্মসূচি

আল্লামা ফখরুদ্দীন (রহ.) গবেষণা কেন্দ্র: এক মনীষার জীবন ও চিন্তাধারার জ্ঞানভিত্তিক গবেষনা কেন্দ্র

সোহেল মো. ফখরুদ-দীন
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

বাংলাদেশের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, বিশিষ্ট হাদিস বিশারদ ও ফিকহ বিশেষজ্ঞ, দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশের কৃতি সন্তান, অধ্যক্ষ আল্লামা ফখরুদ্দীন (রহ.) ছিলেন এক বিরল প্রতিভার অধিকারী। তিনি ইসলামী শিক্ষাক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং তাঁর ছাত্র-ছাত্রীরা আজ দেশ-বিদেশে জ্ঞানের আলো ছড়াচ্ছেন। তাঁর জীবনদর্শন, কর্মনিষ্ঠা ও চিন্তাধারা বর্তমান ও আগামী প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে “আল্লামা ফখরুদ্দীন (রহ.) গবেষণা কেন্দ্র”।

এই গবেষণা কেন্দ্রটির প্রতিষ্ঠাতা হলেন আল্লামা ফখরুদ্দীন (রহ.)-এর যোগ্য উত্তরসূরি, লেখক ও গবেষক মোহাম্মদ ইমাদ উদ্দীন। প্রতিষ্ঠার শুরু থেকেই প্রতিষ্ঠানটি নিরলসভাবে গবেষণাধর্মী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। কেন্দ্রটি ফখরুদ্দীন (রহ.)-এর জীবন, শিক্ষা, চিন্তাধারা ও সাহিত্যকর্মের উপর ভিত্তি করে বিভিন্ন গবেষণাপত্র, প্রবন্ধ ও স্মারক রচনা সংগ্রহ ও সংরক্ষণ করছে। এসব গবেষণা নিয়মিতভাবে জাতীয় ও আঞ্চলিক পত্রপত্রিকায় ও বিভিন্ন জার্নালে প্রকাশিত হচ্ছে, যা ইসলামি শিক্ষায় ফখরুদ্দীন (রহ.)-এর অবদান তুলে ধরতে সহায়ক ভূমিকা রাখছে।

গবেষণা কেন্দ্রটির অন্যতম লক্ষ্য হচ্ছে আল্লামা ফখরুদ্দীন (রহ.)-এর মূল্যবান, অপ্রকাশিত রচনাবলীকে জনসম্মুখে তুলে ধরা এবং এগুলোর উপর ভিত্তি করে আগামীর পথনির্দেশনা তৈরি করা। তাঁর চিন্তাধারার আলোকে সামাজিক ও নৈতিক উন্নয়নের দিকনির্দেশনা দেয়া গবেষণা কেন্দ্রটির একটি প্রধান উদ্দেশ্য। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য কেন্দ্রটির মাধ্যমে বিভিন্ন সেমিনার, আলোচনা সভা ও গবেষণা কর্মশালার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভবিষ্যতে কেন্দ্রটির উন্নয়নের জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। যেমন, আল্লামা ফখরুদ্দীন (রহ.)-এর জীবনী ও কর্মকে কেন্দ্র করে একটি পূর্ণাঙ্গ ডাটাবেস ও প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) তৈরি করা; একটি কার্যকর ও সক্রিয় পরিচালনা পর্ষদ গঠন করা; এবং জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করার উদ্যোগ নেয়া। এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে গবেষণা কেন্দ্রটি একটি আন্তর্জাতিক মানের ইসলামি গবেষণা প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে।

আল্লামা ফখরুদ্দীন (রহ.) গবেষণা কেন্দ্র শুধু একটি ব্যক্তিকে নিয়ে গবেষণা করার স্থান নয়; বরং এটি হতে পারে একটি যুগান্তকারী জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান, যেখানে ইসলামী চিন্তাধারা, মানবতা, নৈতিকতা এবং সমাজ বিনির্মাণে আলোকপাত করা হবে। এই কেন্দ্রটি যদি সুপরিকল্পিতভাবে পরিচালিত হয়, তবে তা আল্লামা ফখরুদ্দীন (রহ.)-এর মত মনীষীদের আদর্শ ও চিন্তাকে সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে পারবে, যা আমাদের শিক্ষা ও সংস্কৃতির জন্য এক অমূল্য সম্পদ হয়ে উঠবে।

আল্লামা ফখরুদ্দীন (রহ.) গবেষণা কেন্দ্র একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ। তাঁর জীবন ও কর্মকে গবেষণার মাধ্যমে নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করা বর্তমান সময়ের একটি অত্যাবশ্যক দায়িত্ব। এই কেন্দ্রটির কার্যক্রমকে আরও প্রসারিত ও গতিশীল করার মাধ্যমে ইসলামী চিন্তাচর্চা ও জ্ঞানসাধনার নতুন দ্বার উন্মোচন সম্ভব।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com