নিরীহ ফিলিস্তিনবাসীর উপর ইসরাইলের বর্বরোচিত হত্যাযজ্ঞেরর প্রতিবাদে আশাশুনি উপজেলার প্রতাপনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার প্রতাপনগর ইউনিয়ন জামায়াত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাহীদ আনাস বিল্লাহ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।সমাবেশে আশাশুনি উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি প্রফেসর শাহজাহান হোসেন,সমাজ কল্যান সম্পদক মাওঃ রিয়াছাত আলী,প্রতাপনগর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাওঃ শফিকুল ইসলাম,সেক্রেটারি মাওঃ আল-আমিন,বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব অধ্যক্ষ মাওঃ মাসুম বিল্লাহ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাসুদ রানা ও রফিকুজ্জামান,ইসলামী ছাত্র শিবিরের আশাশুনি দক্ষিণ সাথী শাখার সভাপতি মোহিব্বুল্লাহ,ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি মাওঃ মোয়াজ্জেম হোসেন,ইউনিয়ন জামায়াতের যুব বিভাগীয় সেক্রেটারি মাওঃ আবু সাঈদ, ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাওঃ ইউসুফ জামিল,ওলামা বিভাগীয় সভাপতি মাওঃ আসাদ আলীসহ বিভিন্ন মসজিদের ইমাম,মোয়াজ্জিন ও শত শত মুসল্লি অংশ গ্রহন করে।