সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে”রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ) বিকাল ৫ টায় শরাপপুর জামে মসজিদে শরাপপুর আল-হেরা পাঠাগারের সার্বিক সহযোগীতায়,৩ নং ওয়ার্ড জামায়াত এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে। ইউনিয়ন আমীর মাওঃ জিয়াউল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ প্রার্থী হাফেজ মুহাদ্দিস মাওঃ রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক,উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মোর্তাজা, আশাশুনিয়া উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী ও যুব বিভাগের উপজেলা সভাপতি ডাঃ রোকনুজ্জামান, বায়তুলমাল সম্পাদক মাওঃ শহিদুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাস্টার গোলাম কিবরিয়া,সমাজ সেবক কবির হোসেন,ওলামা বিভাগের সভাপতি মাওঃ হাসিব আহম্মেদ,ওয়ার্ড সভাপতি মোঃ মনিরুজ্জামান মনি,সেক্রেটারী গোলাম রসুল,ডাঃ আজহারুল ইসলাম,মসজিদের ইমাম মাওঃ ইব্রাহিম খলিল,আঃ সালাম,হাফেজ বুলবুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ নাছির হোসেন। মাহফিলে বক্তারা রমজানের গুরুত্ব ও তাৎপর্যের উপর বিস্তারিত আলোচনা করেন