আসন্ন ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ফ্রেন্ডস ফাউন্ডেশন। ফাউন্ডেশনটি দীর্ঘদিন ধরে অসহায় -দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে আসছে। এর ধারাবাহিকতায় আসন্ন ঈদকে সামনে রেখে খাদ্য সামগ্রী বিতরণ করার জন্য এলাকায় বিভিন্ন মানুষের পাশে যেয়ে খোঁজ খবর নিয়ে শতাধিক দরিদ্র মানুষের তালিকা তৈরি করে খাদ্য সামগ্রী( সেমাই,চিনি,তেল, নুডুলস,আলু, বাদাম, কিসমিস ) বিতরণ করেছে ।
১০:০০ টায় তারালী মাধ্যমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয় খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন ৭ নম্বর তারালি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব কবীর হোসেন, সাতক্ষীরা সদর হাসপাতালে ল্যাব টেকনোলজিস্ট আব্দুর রহমান,জনাব মিজানুর রহমান, (সহকারী শিক্ষক তারালি মাধ্যমিক বিদ্যালয়), নলতা ইউনিয়নের যুব জামাতের ওয়ার্ড সভাপতি জনাব বাকি বিল্লাহ, ফ্রেন্ডস ফাউন্ডেশনের সদস্যগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক কমিটির প্রধান জনাব আফজাল হোসেন বলেন, আমরা এলাকার মানুষের পাশে থাকতে চাই।কাঁধে কাঁধ রেখে আমরা সুবিধা বঞ্চিত মানুষের সমাজে বেঁচে থাকার একটা শান্ত নীড় তৈরি করতে চায়। প্যানেল চেয়ারম্যান কবীর হোসেন বলেন,এ ধরনের কর্মকাণ্ডে আমরা খুব খুশি।আমরা গর্ববোধ করি এলাকার এ সকল সুসন্তানদের জন্য।