সৃষ্টির অমূল্য দান হলো গাছ। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ের দেবীগঞ্জে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ (৩০ জুলাই) বুধবার দেবীগঞ্জ নর্থ-স্টার স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইসলামি চিন্তাবিদ ও দাঈ শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ফাউন্ডেশনের “বৃক্ষরোপণ প্রকল্প ২০২৫”-এর আওতায় এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে পৌর শহরের বিভিন্ন স্কুলের ৪৫০ জন শিক্ষার্থীর মাঝে একটি করে আম, একটি আমড়া ও একটি করে লিচুর চারা দেওয়া হয়। সব মিলিয়ে মোট ১০০০টি ফলের চারা বিতরণ করা হয়েছে।
এছাড়াও বিতরনকৃত গাছ গুলোর মধ্যে রয়েছে আম্রপালি, হাড়ি ভাংগা ও ব্যানেনা জাতের আম গাছ, আমড়া এবং অধিক ফলনশীল চায়না-৩ লিচু গাছ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অফিসার শামীম ইসলাম চৌধুরী, উপজেলা কৃষি বিভিন্ন কর্মকর্তা সহ আস-সুন্নাহ ফাউন্ডেশনের উপজেলা প্রতিনিধি দেবীগঞ্জ মডেল মসজিদের খতিব মাওলানা মুসলিম মাহমুদ ও মোঃ সাকিব উদ্দীন এবং নর্থ স্টার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আসসুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি মাওলানা মুসলিম মাহমুদ বলেন, গাছ মানুষের উপকারি বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষায় যার ভূমিকা অপরিসীম। তাই সারা দেশ ব্যাপী আসসুন্নাহ ফাউন্ডেশনের
এই বৃক্ষ রোপন কর্মসূচি চলমান থাকবে।
ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষক ও অভিভাবক এবং শিক্ষার্থীরা। এসময় পরিবেশ রক্ষায় নিজেদের দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।