1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোড়াঘাটে যুবলীগের সভাপতি সহ গ্রেপ্তার ২ কালিয়াকৈরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার নলছিটিতে ইয়াবাসহ যুবক আটক পদ্মা সেতুর রক্ষা বেরিবাদ ভাঙ্গনের কবলে পদ্মার গর্ভে প্রেম হয়ে যাচ্ছে রাজনৈতিক শক্তির দায়িত্ব হচ্ছে আত্মমর্যাদাশীল, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা : শিমুল বিশ্বাস নন্দীগ্রামে প্রধান শিক্ষক ফরিদুল ইসলামের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক পীরগঞ্জে জমি দখল ও গাছ কর্তনের মামলা করায় প্রতিপক্ষের আতঙ্কে গৃহ ছাড়া যাদের হাতে নিজ দলের নেতা কর্মী- নিরাপদ নয়, তাদের হাতে দেশের ১৮ কোটি মানুষ কিভাবে নিরাপদ থাকবে ———–আলহাজ্ব মাসুদ সাঈদী যশোর জেনারেল হাসপাতালে ভুয়া চিকিৎসক আটক বানারীপাড়ায় বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত

ইউএনও অফিসে চুরির অভিযোগে চাকরিচ্যুত, প্রতিবাদে সংবাদ সম্মেলন

মো. আরিফুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয় থেকে অফিসের পরিচ্ছন্নতা কর্মী রকিবুল হাসানকে সরকারি লবণ চুরির ঘটনায় চাকরিচ্যুত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার।
রবিবার (৬ জুলাই) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রকিবুল হাসান বলেন, “আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পরিচ্ছন্নতা কর্মী (মাস্টার রোলে) হিসেবে চাকরি করতাম। চাকরি হওয়ার পর থেকে উপজেলা পরিষদের সিএ (ক্লার্ক কাম অ্যাকাউন্ট্যান্ট) রাশেদ আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করতে থাকে। সে বিভিন্ন সময়ে সরকারি মালামাল নিয়ে যেত। আমি বিষয়গুলো ইউএনও স্যারকে অবহিত করলে সে আমার উপর আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।

সর্বশেষ ঈদুল আজহার সময় বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় কোরবানির চামড়া সংরক্ষণের জন্য সরকারি লবণ আসে। সেই লবণ ইউএনও অফিসের নৈশ্যপ্রহরী সম্রাট ঈদের আগের দিন রাত ১১টার দিকে চুরি করে দোকানে বিক্রি করার সময় জনগণের হাতে ধরা পড়ে। তখন আমি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। এ সময় উপজেলা পরিষদের কর্মচারী নাজিম আমাকে ফোন করে অফিসে আসতে বলে।

অফিসে আসার পর নাজিম আমাকে বলে, ‘সম্রাট (নৈশ্যপ্রহরী) সরকারি চাকরি করে। লবণ চুরি করে এখন ধরা পড়েছে। তুই এখন অফিসে গিয়ে চুপচাপ থাকবি। তারা যা বলবে, সব “জি স্যার” করবি। তোর ব্যাপারে সব কিছু সিএ সাব দেখে নেবেন। তোর কিছু হবে না।’

পরে আমাকে চাকরিচ্যুত করে নিজের ভাগ্নে আল আমিনকে আমার পদে চাকরি দেওয়া হয়।”

তিনি আরও অভিযোগ করে বলেন, “যে লবণ চুরি করেছে তার কিছুই হয়নি। সে (সম্রাট) এখনো ইউএনও অফিসে চাকরিতে বহাল আছে। আমাকে ভুল বুঝিয়ে সরকারি লবণ চুরির দায় আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে।”

এ বিষয়ে উপজেলা পরিষদের সিএ রাশেদুল হাসান বলেন, “চুরির ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য রকিবুল এসব কথা বলছে।” ইউএনও অফিসে ভাগ্নের চাকরির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “সে (আল আমিন) আমার কিছুই না।”

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা নাসরিন বলেন, “লবণ চুরির ঘটনায় অফিসের দুইজন কর্মচারী জড়িত। এ ঘটনায় রকিবুলের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে চাকরিচ্যুত করা হয়েছে। অন্যদিকে সম্রাটের বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com