কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ এর বদলিজনিত আদেশ বাতিল ও পুনর্বহালের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১৫ জুলাই বিকাল ৪ টায় “চলো পাল্টাই” স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে সাইনবোর্ড বাজার জিরোপয়েন্ট এর প্রধান সড়কে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে“চলো পাল্টাই” সংগঠনের সদস্য ছাড়াও সাধারণ জনগণ ও শিক্ষার্থীরা অংশ নেয়। এদিন আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন চলো পাল্টাই সংগঠনের উপদেষ্টা সুব্রত মুখার্জি, গোয়ালমাঠ রসিক লাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কুমার গুহ, গোয়ালমাঠ বালিকা বিদ্যালয়ের শিক্ষক আবুল হাশেম, শিক্ষক গোপাল দেবনাথ, চলো পাল্টাই সংগঠনের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুজ্জামান, সংগঠনের সদস্য কৃষ্ণ কান্ত দাস,সুভাষ চন্দ্র কর,এস এম খালিদ হোসেন, মো: আলোঙ্গীর শেখ প্রমুখ।
আয়োজিত মানববন্ধনে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিভিন্ন উন্নয়নমুখী ও মানবিক কাজ উল্লেখ করে বক্তারা তার বদলী আদেশ প্রত্যাহার করে পূর্ণবহালের দাবি জানান।