সখিপুর উপজেলার বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার নুর আলম এর অন্যায় অত্যাচারে অতিষ্ঠ হয়ে বহুরিয়া ইউনিয়নবাসীর জনগণ তাকে অপসারণের জন্য মানববন্ধন করেছে। সরজমিনে উপস্থিত হয়ে জানতে পারি গত ২৩-৩-২০২৫খ্রিস্টাব্দে জন নিরহ বয়স্ক ব্যক্তিকে মারধর করে মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে. আমরা আরো জানতে পারি গত এক বছর আগে সখিপুর পৌরসভায়একজন মহিলাকে মারপিট করে যার ফলে তিনি জেল হাজত ফেটেছেন। জনগণের কাছে জানতে পারি তার ব্যবহারে জনগণ অতিষ্ঠ হয়ে গেছে ‘এরই পরিপ্রেক্ষিতে বিক্ষপ্ত জনতা চেয়ারম্যান এর অফিস কক্ষে তালা ঝুলিয়ে রেখেছে। পাবলিক জনসাধারণ বলেন তার ব্যবহারে অতিষ্ঠ হয়ে এই কাজ করছে। এ সম্পর্কে জাহাঙ্গীর বিশ্বাস বলেন সরকার নুর আলম মুক্তা একজন এভাবে ব্যবসায়ী এবং কারবারি আমি তার দ্রুত গ্রেফতার ও উপসারনের দাবি জানাচ্ছি। বহুরিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মাস্টার সাহেব বলেন তিনি বৈষময় বিরোধী ছাত্র আন্দোলনের ২২ নম্বর আসামি থাকা সত্ত্বেও তিনি কেন গ্রেপ্তার হচ্ছে না আমি প্রশাসনের কাছে জানতে চাই এবং তার গ্রেপ্তারেরদাবি জানাচ্ছি।উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল মান্নান সাহেব বলেন যিনি জনগণের সেবক সে কিভাবে এরকম অত্যাচার করে আমার বুঝে আসেনা আমি তার দ্রুত অপসারণ চাই এবং গ্রেপ্তারেরদাবি জানা জানাচ্ছি। পরিশেষে জনতার কাছে প্রশ্ন করিলে তাহারা বলেন এই চেয়ারম্যানের দ্রুত গ্রেপ্তার ও আমরা অপসারণ চাই।