পিরোজপুরের ইন্দুরকানীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৯০০(নয়শত) গ্রাম কথিত নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ ০১জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (০৬আগষ্ট) সন্ধ্যা ৬.২০ টায় উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের ৯ নং মধ্য কলারণ ওয়ার্ডের মাছুম শেখ (৩৭) এর নিকট থেকে এসব মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। মাছুম শেখ অএ মধ্য কলারণ ওয়ার্ডের মো. হাবিবুর রহমান শেখের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বস্ত সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়ে পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরের নির্দেশে ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মিলন কুমার মন্ডলের নেতৃত্বে বুধবার সন্ধ্যা ৬.২০টায় জেলার গোয়েন্দা শাখার কর্মরত এসআই (নিরস্ত্র) রবিন রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ইন্দুরকানী উপজেলাধীন চন্ডিপুর ইউনিয়নের জমাদ্দার হাট বাজার রোডস্থ ডা. লুৎফর রহমানের বাড়ির সামনের কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক কারবারি মাছুম শেখের নিকট থেকে ৯০০(নয়শত) গ্রাম নেশা জাতীয় মাদক দ্রব্য গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজার বাজার মূল্য ৩৬ হাজার টাকা বলে জানা যায়। তার নামে ইন্দুরকানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মূলে ৩৬(১) এর সারণি ১৯(১)ধারায় মামলা রুজু করা হয়েছে।
ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন জানান, উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মধ্য কলারন জমাদ্দারহাট বাজারস্থ কাঁচা রাস্তা থেকে ৯০০ (নয় শত) গ্রাম গাঁজাসহ মাছুম শেখ নামে ০১জনকে গ্রেফতার করে অত্র থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলা জেল হাজতে প্রেরণ করা হবে।