1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সহিংসতাঃ চারটি হত্যা মামলা, আসামি ৫,৪০০জন বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কুড়িগ্রামে জেলা বিএনপির আয়োজনে মৌন মিছিল অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে সদ্য যোগদানকৃত ইউএনও ‘র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার ঝালকাঠিতে জরাজীর্ণ ভবনের পলেস্তারা খসে পড়ে ৭ শিক্ষার্থী আহত লালপুরে ১০ হাজার শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দিল গ্রীন ভয়েস কক্সবাজারে বিএনপির প্রতিবাদ সমাবেশ পরবর্তী গণমিছিলে মৃত্যুরকোলে ঢলে পড়েন কক্সবাবজার সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ছৈয়দ নুর সওদাগর উল্লাপাড়ায় সাবেক এমপি আকবর আলীকে প্রার্থী ঘোষণায় আনন্দ মিছিল খুলনা জেলা যুব উন্নয়ন ফ্রিলাস্নিং প্রশিক্ষনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের সনদ বিতরন

ইন্দুরকানীতে ভূমি অফিস সহায়কের রমরমা ঘুষ বানিজ্য : টাকা ছাড়া মিলছেই না কোন সেবা

কামরুল আহসান (সোহাগ)
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে
“যদি নেন পর্চা, দিতে হবে খরচা” এছাড়া কোন কাজের জন্য গেলে “চুক্তি করুন,অগ্রিম জমা দিন, বাকি টাকা কখন দিবেন? একথার নড়চড় হলে ফাইলে হাত দিব না”—এ যেন বালিপাড়া ইউনিয়ন ভূমি অফিসের অলিখিত নিয়ম! আর এই নিয়মের নিয়ন্ত্রক হিসেবে স্থানীয়রা যাকে চেনেন,তহসিলদার যার মাধ্যমে এসব কাজ করান তিনি হলেন বালিপাড়া ইউনিয়ন ভূমি অফিস (তহসিল অফিস) এর অফিস সহায়ক (পিয়ন) রুস্তম আলী ফরাজী। দেখতে ওনাকে হাজী সাহেব মনে হলেও ঘুষ ছাড়া উনি কিছুই বোঝেন না। তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ,সেবা প্রত্যাশীদের হয়রানি এবং চুক্তিকৃত অর্থের বাইরে আরো অতিরিক্ত অর্থ আদায়ের একের পর এক অভিযোগ উঠেছে।
সেবা নিতে আসা একাধিক ভুক্তভোগী জানান, নির্ধারিত সরকারি ফি’র বাইরেও রুস্তম আলীকে খুশি করতে হয়,না দিলে কোনো কাজই করেন না। সরাসরি হাতে টাকা নেওয়ার ঘটনাও রয়েছে একাধিক। নিজ অফিস কক্ষে বসে রুস্তম আলীর ঘুষ দেনদেনের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। যদিও রুস্তম আলী অর্থ লেনদেনের বিষয়টিকে ঘুষ বলতে নারাজ। এই অর্থ লেনদেনের বিষয়টিকে সরকারি খাজনা আদায়ের ভিডিও বলে দাবি করেছেন।
বালিপাড়া ওয়ার্ডের বাসিন্দা চাঁন মিয়া খান ক্ষোভ প্রকাশ করে বলেন, “একটা নামজারি করতে গেলে রুস্তম আলী ১১ হাজার টাকা দাবি করেন। পরে অনেক অনুরোধে ৭ হাজার টাকায় তার সাথে চুক্তি হয়। নামজারি করতে সরকার নির্ধারিত ফি যেখানে ১১৭০ টাকা,সেখানে আমাদের এত বেশি টাকা ঘুষ দিয়ে কেন কাজ করাতে হবে।”
স্থানীয় ইউপি সদস্যসহ সচেতন মহল বলছেন, রুস্তম আলী নিজের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছেন। মুখে মুখে বহু অভিযোগ উঠলেও প্রশাসনের নীরবতা তার সাহসকে আরও বেপরোয়া করে তুলেছে।
অভিযোগের বিষয়ে রুস্তম আলী বলেন, “আমি কোনো ঘুষ নেইনি, যেটা নেওয়া হয়েছে সেটা খাজনার টাকা। ঘুষের বিষয়ে আমি কিছুই জানি না।”খাজনার টাকা কেন এভাবে আপনি নিবেন জিজ্ঞেস করলে তিনি কোন উত্তর দিতে পারিনি।
এদিকে বালিপাড়া ইউনিয়নের একাধিক ইউপি সদস্য জানান, “রুস্তম আলী বহুদিন ধরেই অফিসে ঘুষ বাণিজ্য চালাচ্ছেন। তিনি খোলাখুলি ভাবেই টাকা দাবি করেন। দ্রুত তদন্ত করে ব্যবস্থা না নিলে জনসাধারণের আস্থা নষ্ট হয়ে যাবে।”
এ বিষয়ে ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) হাসান বিন মুহাম্মদ আলী জানান, “এখন পর্যন্ত লিখিতভাবে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com