পিরোজপুরের ইন্দুরকানীতে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রায় ০৩ বছর ধরে অননুমোদিতভাবে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। এতে বিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাজে বছরের পর বছর ধরে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
জানা যায়, ইন্দুরকানী উপজেলার ৫৪ নং সাউথখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার হালদার গত ১৯/১০/২৩ খ্রিস্টাব্দ থেকে বিদ্যালয়ে অননুমোদিত ভাবে অনুপস্থিত রয়েছেন। এরপর ডাকযোগে তিনি ১১/১২/২৩ খ্রিস্টাব্দ থেকে ০৪ সপ্তাহের একটি চিকিৎসার ছুটির আবেদন পাঠান। পরবর্তীতে তিনি আবারও ডাকযোগে ০৫ সপ্তাহের চিকিৎসা ছুটির জন্য আরো একটি আবেদন পাঠান। এরপর থেকে তিনি আর বিদ্যালয়ে আসেননি বা কোন যোগাযোগ করেননি। তার দীর্ঘ অনুপস্থিতি বিদ্যালয়ে পাঠদান ও প্রশাসনিক কাজে বিঘ্ন সৃষ্টি করছে।
এ ব্যাপারে অএ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ফারুক হাওলাদার জানান, প্রধান শিক্ষক রতন কুমার হালদার ২০২৩ সালের অক্টোবর মাসে দুর্গাপূজার ছুটির পর বিদ্যালয় খোলা তারিখ থেকে অনুপস্থিত আছেন। শুনেছি তিনি পূজার উৎসব পালন করতে ভারতে গেছেন,এরপর তিনি আর বিদ্যালয়ে ফিরে আসেননি।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হাকিম বলেন, ৫৪নং সাউথখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার হালদার গত ১৯/১০/২৩ খ্রিস্টাব্দ থেকে বিদ্যালয় অননুমোদিতভাবে অনুপস্থিত রয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি পূর্বের এবং বর্তমান জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে ০২ বার পত্র প্রেরণ করেছি।
এ বিষয়ে পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল এর কাছে জানতে চাইলে তিনি বলেন,রতন কুমার হালদারের বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন আছে। মামলায় তিনি দোষী সাব্যস্ত হলে তাকে চাকুরী থেকে চূড়ান্ত বরখাস্ত করা হবে।