পিরোজপুরের ইন্দুরকানীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ব্যারিস্টার মোস্তফা জোবায়ের হায়দার।ব্যারিস্টার মোস্তফা জোবায়ের হায়দার প্রবীণ রাজনীতিবিদ,সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের ছোট ছেলে। মোস্তফা জামাল হায়দার জাতীয়তাবাদী ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় পার্টির (জাপা) একাংশের মহাসচিব।
শুক্রবার (১২সেপ্টেম্বর) বিকেলে ৪টায় ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে সাধারণ সম্পাদক মারুফুল ইসলামের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে ব্যারিস্টার মোস্তফা জোবায়ের হায়দার বলেন,আমার বাবা মন্ত্রী থাকা অবস্থায় জিয়ানগর উপজেলায়গুচ্ছগ্রাম,রাস্তা, বেইলি ব্রিজসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রেখেছেন। ১২ দলীয় জোট থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে পিরোজপুর -১ আসনের প্রত্যেক উপজেলাকে আধুনিক হিসাবে রুপান্তরিত করবেন। উন্নয়নের দিক থেকে পিছিয়ে পড়া জিয়ানগর উপজেলাকে মডেল উপজেলা হিসেবে রুপান্তরিত করা হবে। এখানে যুবকদের কর্মসংস্থান তৈরি করা,নারীদের কারিগরি প্রশিক্ষণ ও কাজের ব্যবস্থা করা এবং স্বাস্থ্য উন্নয়নে কাজ করে যাবেন। এ সময় রিপোর্টার্স ইউনিটির সদস্যগণসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ব্যারিস্টার মোস্তফা জোবায়ের হায়দার উপজেলার পাড়েরহাট বাজার,জিয়ানগর বাজারসহ বিভিন্ন এলাকায় তার বাবার পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।