1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৪ মে ২০২৫, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরগঞ্জে কর্মসংস্থান কর্মসূচির আওতায় (ইজিপিপি) শ্রমিকদের নাম কর্তন করার অভিযোগ উঠেছে মাত্র ১০০ টাকার জন্য প্রাণ গেল তামিমের, মঠবাড়িয়ায় আলোচিত হত্যাকাণ্ডে দুই আসামি গ্রেফতার বাড়ীর ছাদে ধান শুকানোর সময় অসাবধানতা বসত ছাদ থেকে পড়ে এক নারীর মৃত্যু শ্রীপুরে দুই ভাতিজার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানির অভিযোগ পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বাজার কমিটি এবং ব্যবসায়ী প্রতিনিধিদের করনীয় কর্মশালা সাম্য হত্যার বিচার চেয়ে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইবির খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির সভাপতি তাজমিন, সম্পাদক রিনি ভূগর্ভস্থ পানি নিয়ে যত কথা গাজীপুরে মহিলা লীগ নেত্রী গ্রেফতার: আন্দোলনে পঙ্গুত্ব, সহিংসতায় উস্কানির অভিযোগ মিঠাপুকুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা; নিহত ১: আহত ২

ইবির খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির সভাপতি তাজমিন, সম্পাদক রিনি

Sabbir Ahmed
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাজমিন রহমান সভাপতি এবং ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুমতাহিনা রিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
বুধবার (১৪ মে) সকাল ১০টায় হল প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ সদস্যের এই কমিটি ঘোষণা করেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক মো. আশেক রায়হান মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোছা. খোদেজা খাতুন।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি: সাদিয়া ইসলাম (এনভায়রনমেন্টাল সাইন্স অ্যান্ড জিওগ্রাফি, ২০-২১), যুগ্ম সাধারণ সম্পাদক: রিদুয়ানা রহমান (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ১৯-২০), সাংগঠনিক সম্পাদক: তাসলিমা আরেফিন অথি (অর্থনীতি, ২০-২১), অর্থ সম্পাদক: সাবরিনা খাতুন (বাংলা, ২০-২১), দপ্তর সম্পাদক: সুমাইয়া খাতুন (সমাজকল্যাণ, ২১-২২), প্রচার সম্পাদক: মোছাঃ শাম্মী আকতার (বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ২০-২১), প্রযুক্তি বিষয়ক সম্পাদক: সাবিকুন্নাহার (ইংরেজি, ২০-২১), অনুষ্ঠান সম্পাদক: কাজী ফাতেহা আসমিয়া আর্দি (সমাজকল্যাণ, ২১-২২), বিতর্ক গবেষণা সম্পাদক: নাহিদা সুলতানা উর্মি (ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট, ২১-২২)
কার্যনির্বাহী সদস্যরা হলেন, তাহিরা আহমদ (উন্নয়ন অধ্যয়ন, ২১-২২), রুনা লায়লা (রাষ্ট্রবিজ্ঞান, ২২-২৩) এবং রিয়া আক্তার রুমা (হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি, ২৩-২৪)।
সভাপতি তাজমিন রহমান বলেন, ‘ডিবেটের সাথে পথচলা শুরু হয়েছিল ২০১৩ সালে। দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা এলামনাইদের সম্পৃক্ততা বাড়াবো, ক্যাম্পাসে সবুজায়নের জন্য বৃক্ষরোপণ কর্মসূচি এবং শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়তে বই বিতরণ করবো। এছাড়া জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় যোগ দিতে আমরা প্রস্তুতি নেবো।’ তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন যেন খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটিকে আরও উচ্চতায় পৌঁছে নিতে পারেন।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মুমতাহিনা রিনি বলেন, ‘আমি সবার কাছে দোয়া চাই। খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির মেয়েরা যেন দেশ সেরা বিতার্কিক হিসেবে গড়ে উঠতে পারে এবং খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটি যেন আরো খ্যাতি ও সুনাম অর্জন করতে পারে সেই কামনা করি।’
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com