ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী কমলনগর উপজেলাশ বিক্ষোভ মিছিল করেছে। ৭ এপ্রিল সোমবার বাদ মাগরিব হাজির হাট বাজার তালপট্টি মসজিদ থেকে মিছিল বের করে তারা। পরে হাজিরহাট বাজার প্রদক্ষিন করে মহাসড়কে অবস্থান নেন। এসময় বক্তব্য রাখেন স্থানীয় জামায়াতে ইসলামীর নেতারা।
বিক্ষোভে অংশ নেওয়া বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা আবদুল্যাহ আল মামুন বলেন, ‘ফিলিস্তিনে গাজার জয় হবেই হবে। যতদিন এই পৃথিবী থাকতে ততদিন ওই ইসলামের ভূমি ধ্বংস করা যাবে না।
কমল নগরে উপজেলা জামায়াতের আমীর মাও আবুল খায়ের,নায়েবে আমীর জামাল উদ্দিন,উপজেলা জামায়াতের সেক্রেটারি আকরাম হোসাইন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ইব্রাহিম শামীম হাওলাদার, লক্ষ্মীপুর জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন সহ জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিছিলে ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’, ’ ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘আমরা কারা, তোমরা কারা ফিলিস্তিন ফিলিস্তিন’ বলে স্লোগান দেন।পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ভিক্ষোভ মিছিল শেষ হয়।