কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জুলাই শহীদ নুরুল আমিনের শৈশবের পাঠশালা ইসলামাবাদের গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার নামে জুলাই শহীদ স্মৃতিফলক স্থাপন করেছেন কক্সবাজার জেলা পরিষদ কতৃপক্ষ।
রোববার (৩ আগস্ট) বিকেলে আনুষ্ঠানিকভাবে এ স্মৃতিফলক উদ্বোধন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ ও শহীদ নুরুল আমিনের গর্বিত পিতা ছৈয়দ নূর।
অনুষ্ঠানের শুরুতে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করে তারুণ্যের রক্তস্নাত বীরত্বকে প্রকৃতির ভাষায় অমর করে রাখার প্রতীকী প্রয়াস নেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নুরুল ইসলাম, জেলা পরিষদ সহকারী প্রকৌশলী সাইফুদ্দীন, পজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া, সমবায় কর্মকর্তা দিদারুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন কমিটির সভাপতি মাওলানা সরওয়ার কামাল, ইউপি সদস্য জুবায়েদ উল্লাহ জুয়েল, সুপার মাওলানা আমির হোসাইন, শিক্ষক ফরিদুল আলম, ছাত্র নেতা হাবিব আজাদ,আরিফুল ইসলাম ও সাহাব উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ বলেন, “দেশের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আমরা প্রতিটি শহীদের নিজ নিজ বিদ্যালয়ে স্মৃতিফলক স্থাপন করছি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাদের আত্মত্যাগ জানতে পারে, অনুধাবন করতে পারে। নুরুল আমিন শুধু গজালিয়ার নয়, তিনি ঈদগাঁওয়ের হৃদয়ে খোদাই হয়ে থাকা এক চিরন্তন নাম। তাঁর আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য হয়ে উঠুক প্রেরণার দীপশিখা।