ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সংস্থার আয়োজনে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে মতিঝিলের হোটেল সেন্ট্রাল ইন-এ, লিফট-১১তলায়। শুরু হওয়া এই আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যগণ ও ঢাকায় বসবাসরত নথুল্লাবাদ ইউনিয়নের প্রবাসী পরিবারসমূহ। শিকড়ের সন্ধানে মানবতার কল্যাণে এই মহতী স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি প্রাণবন্ত এক মিলনমেলায় রূপ নেয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মোঃ মোস্তফা কামাল খান, আহ্বায়ক, ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সংস্থা। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমাদের এই সংস্থাটি কেবল একটি সংগঠন নয়, এটি একটি পরিবার, আমরা একে অপরের পাশে থেকে মানবিক সহযোগিতার মাধ্যমে আমাদের ইউনিয়নের উন্নয়ন ও প্রবাসীদের সংহতির বন্ধন সুদৃঢ় করতে চাই। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন লসকর মোঃ তাসবীর, যুগ্ম আহ্বায়ক, তিনি বলেন, আমাদের এই আয়োজন শুধুই আনন্দ ভাগাভাগির জন্য নয়, বরং এটি একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা সবাই মিলে আমাদের এলাকার মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। খান মোঃ মোয়াজ্জেম হোসেন, যুগ্ম আহ্বায়ক, বলেন, গ্রামের মানুষজনের চিকিৎসা, শিক্ষা ও জরুরি সহযোগিতা প্রাপ্তির ক্ষেত্রে আমাদের সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতে আমরা এই কার্যক্রম আরও সম্প্রসারণ করবো। এনামুল কবির রিজভী, যুগ্ম আহ্বায়ক তিনি বলেন, একটি শক্তিশালী ও সংগঠিত কমিউনিটির প্রয়োজনীয়তা দিন দিন বেড়েই চলেছে, আমাদের এই সংগঠন সবার মত ও অংশগ্রহণে আরও বেশি কার্যকর হবে। মোঃ জাবের হোসেন বাবু, সদস্য সচিব তিনি বলেন, এই সংস্থার প্রধান লক্ষ্য হচ্ছে ঢাকায় অবস্থানরত নথুল্লাবাদ ইউনিয়নের সকল মানুষকে একত্রিত করা, যাতে আমরা বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়াতে পারি। তিনি আরও জানান, আমাদের পরবর্তী কার্যক্রমের মধ্যে রয়েছে ইউনিয়নের মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান, অসুস্থ রোগীদের আর্থিক সহযোগিতা ও ইউনিয়নের উন্নয়ন সংক্রান্ত প্রকল্পে সক্রিয় অংশগ্রহণ। অনুষ্ঠানে বক্তাগণ তাঁদের বক্তব্যে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা, সমাজসেবা ও কমিউনিটি ভিত্তিক কাজের উপর গুরুত্বারোপ করেন। তারা জানান, এই সংগঠনের মাধ্যমে ঢাকায় অবস্থানরত ইউনিয়নের মানুষদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং গ্রামের সাথে সংযোগ রক্ষা করাই মূল লক্ষ্য। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সদস্য, শুভানুধ্যায়ী এবং ঢাকায় অবস্থানরত নথুল্লাবাদের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী সমাপ্ত হয়।