এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে আগামী ঈদুল আযহার পর ৯ জুন ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।এ সভাকে আড়ম্বর ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে পরিনত করার লক্ষ্যে গোমস্তাপুর, রহনপুর,ও নাচোল ৮৬ ব্যাচের বন্ধুদের সাথে মতবিনিময় ও পরামর্শ সভা করেন জেলা কমিটি ।
২৬ এপ্রিল শনিবার এসএসসি ব্যাচ ১৯৮৬ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মারুফ উল আলম এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রথমে গোমস্তাপুর চৌডালার বন্ধুদের নিয়ে বিকেল সাড়ে চারটায় মতবিনিময় ও পরামর্শ সভা করে রহনপুর ৮৬ ব্যাচের বন্ধুদের নিয়ে সন্ধ্যায় এক আনন্দঘন পরিবেশে একটি সফল সফল মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় বন্ধুদের গুরুত্বপূর্ণ বক্তব্য ও সহযোগিতার আশ্বাস নিয়ে সভা শেষে এ টিমটি আবারো ছুটে যায় নাচোল উপজেলা এসএসসি ব্যাচ ১৯৮৬ বন্ধুদের অপেক্ষায় থাকা নাচোল বাসস্ট্যান্ড ইসলাম হোটেলে। সেখানে এ সংগঠনটি কার্যক্রম এ প্রথম অনুষ্ঠিত হয়। বন্ধু মাসুদ ও নজরুল ইসলামের নেতৃত্বে ৪২ জন বন্ধুর একটি তালিকা জেলা কমিটির কাছে প্রদান করা হয়। পরবর্তীতে নাচোল উপজেলা আহ্বায়ক গঠনের সিদ্ধান্ত ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদানের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
বন্ধুদের আনন্দঘন এ মুহূর্তগুলো উপস্থিত সকল বন্ধুদের বিমোহিত ও আন্দোলিত করে। জেলায় একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী বন্ধুর সংগঠন গড়ার প্রত্যয় নিয়ে দিনের কর্মসূচি সমাপ্ত করা হয়।