ঈশ্বরদীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর অভিযানে ধর্ষণ মামলার একমাত্র আসামি মো. শিমুল (২৭) গ্রেফতার হয়েছে। শনিবার (৩ মে) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানার নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব। গ্রেফতার হওয়া শিমুল ঈশ্বরদী উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের ছেলে।
র্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈশ্বরদী থানার মুলাডুলি এলাকার ডাব্লু পার্কে এক নারীকে মিথ্যা আশ্বাস ও বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন শিমুল। পরবর্তীতে ওই নারী বিয়ের জন্য চাপ দিলে শিমুল তাকে গালিগালাজ করে এবং বিয়ে করতে অস্বীকৃতি জানায়।
এরপর ভুক্তভোগী নারী ঈশ্বরদী থানায় শিমুলকে একমাত্র আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতারকৃত শিমুলকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।