1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদক সেবনকারী যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এলাকাবাসী একাট্রা গোলাপগঞ্জে অতিরিক্ত মাদক সেবনে মামা ভাগ্নের মৃত্যু রাষ্ট্রপতি পদক পাচ্ছেন সিএমপি কমিশনার, আইজিপি ব্যাজে সম্মানিত ১২ পুলিশ সদস্য ঘাটাইলে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সাব-ক্লাস্টার প্রশিক্ষণ দুমকিতে জুলাই শহীদ কন্যা লামিয়ার দাফন সম্পন্ন, জানাজায় রিজভি-সারজিস জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ মঠবাড়িয়ায় পালিত বাগাতিপাড়ায় আইনগত সহায়তা প্রদান দিবস পালিত নিজ দলের নেতা কর্মীর ষড়যন্ত্রে মাএ ৮ ভোটের ব্যবধানে হেরে গেলো দাকোপ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আজিম হাওলাদার ভেড়ামারায় জবর-দখল, মালামাল, নগদ টাকা লুট ভাংচুর ও মারধরের মামলায় আটক ১ বাড়ির দখল নিতে শতবর্ষী বৃদ্ধাকে পিটিয়ে বের করে দেয়ার অভিযোগ

ঈশ্বরদীতে ৩ ইউপি সদস্য ও আ’লীগ নেতাকে আটক করে পুলিশে দিলো জনতা,,,,

M H K Jehad
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে তিন ইউপি সদস্যকে (মেম্বার) ও আওয়ামী লীগ নেতাকে আটকে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। রোববার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা আসাদুল ইসলাম জানান, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের তিন ইউপি সদস্য ফিরোজ হোসেন বাকি (৫৭), আলাউদ্দিন খান (৫০) ও রফিকুল ইসলাম মাঝি (৪৫) দীর্ঘদিন পর পরিষদের কার্যালয়ে যান।
তারা তিনজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের পরিষদের কার্যালয়ে আসার খবর পেয়ে এলাকাবাসী আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে দুপুর ২টার দিকে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।
ফিরোজ হোসেন বাকি দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওর্য়াডের ইউপি সদস্য ও নওদাপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদ মাস্টারের ছেলে। তিনি দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।
আর আলাউদ্দিন খান ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়নের খালিশপুর গ্রামের নবাব আলী খানের ছেলে। তিনি দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
এছাড়া রফিকুল ইসলাম মাঝি ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও মারমী গ্রামের সিরাজ মাঝির ছেলে। তিনি ওয়ার্ড যুবলীগের সদস্য।
দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুলভ মালিথা বলেন, এই তিন ইউপি সদস্য আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে দলবদ্ধভাবে পরিষদে যান। তারা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের শাসনামলে বিএনপির দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এছাড়া সাধারণ মানুষকে হয়রানি করেছে।
তিনি আরও বলেন, তারা পরিষদে এসেছেন শুনে স্থানীয় জনতা তাদের আটকে রেখে পুলিশে খবর দেয়।
ইউপি সদস্য ফিরোজ হোসেন বাকির ছেলে আব্দুল্লাহ আল মামুন বলেন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে মামলা করেছিলেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তিনজনই আদালত থেকে জামিনে মুক্ত। ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালনে তারা গিয়েছিলেন। বিএনপি নেতাকর্মীরা তাদের অপমান করে পুলিশে সোপর্দ করেছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, তিন ইউপি সদস্যকে স্থানীয় লোকজন ইউনিয়ন কার্যালয়ে আটকে রেখেছিল। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তাদের বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ রয়েছে কি না তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com