1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন

ঈশ্বরদী থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনাকালে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার

M H K Jehad
  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

ইং ২০-০৪-২০২৫ খ্রিষ্টাব্দ রাতের বেলা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, ঈশ্বরদী থানাধীন দাশুরিয়া ইউনিয়নের পাকুরিয়া ডিগ্রীপাড়া গ্রামে ঈশ্বরদী টু পাবনা গামী হাইওয়ের আশেপাশে কিছু দুষ্কৃতিকারী অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে।  সংবাদ প্রাপ্তির  পর ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে রওনা হয়। একই তারিখ রাত্রি ২.৩০ ঘটিকায় থানা পুলিশ উক্ত স্থানে পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে থানা পুলিশ ঘটনাস্থল ও আশেপাশে সার্চ করে ঈশ্বরদী থানাধীন পাকুরিয়া ডিগ্রীপাড়া সাকিনস্থ ঈশ্বরদী টু পাবনা গামী হাইওয়ের দক্ষিণ পাশে জঙ্গলে ঘাসের মধ্যে ০১ (এক) টি এক নল বিশিষ্ট ওয়ান শুটার গান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের বর্ণনাঃ
 ০১ (এক) টি এক নল বিশিষ্ট ওয়ান শুটার গান, যাহা লোহার তৈরি এবং তার গায়ে ইংরেজিতে BARMA লেখা ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com