1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে নিহত এডভোকেট সাইফুল ইসলাম হত্যা ও ইসকনের নিষিদ্ধের দাবিতে মধুপুর আলোর ছাত্রী সমাবেশ করেন তিনি ছাত্র জনতা টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় উগ্রবাদী ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। যশোরে অসংক্রামক রোগ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত লাখাইয়ে প্রাইমারি বিদ্যালয়ের প্রশ্ন তৈরিতে সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পথভোলা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যই মাহফিল প্রতিষ্ঠা হয়েছে : চরমোনাই পীর সমতার পৃথিবী আমাদের প্রতিশ্রুতি’’ প্রতিপাদ্যে দূর্গাপুরের তেবিলা উচ্চ বিদ্যালয় ১৬ দিন ব্যাপি বিভিন্ন আয়োজন রাজারহাটে মসজিদে হামলার হুমকির অভিযোগে গ্রেপ্তার ১ কুমিল্লায় কোটি টাকার ইয়াবা জব্দ শিক্ষায় অবদান রাখায় পেল জাতীয় পুরষ্কার, শিক্ষক-শিক্ষার্থীরা দিল গণ-সংবর্ধনা মুন্সীগঞ্জে চিংড়িতে জেলি, শিং মাছে কাপড়ের রঙ

উগ্রবাদি সংগঠন ইসকন কে যদি নিষিদ্ধ করা না হয়, তবে আমরাই রুখে দিবো- মামুনুল হক

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৪ বার পড়া হয়েছে
চট্রগ্রামে আদালত চত্বরে সাইফুল ইসলাম আলিফ কে কুপিয়ে হত্যার প্রতিবাদ করে ইসকন কে উগ্রবাদী আখ্যা দেয়া হয়। উগ্রবাদি সংগঠন ইসকন কে যদি রুখে না দেয়া যায়, নিষিদ্ধ করা না হয়, তবে আমরাই রুখে দিবো।বুধবার ( ২৭ নভেম্বর) সন্ধ্যার পর ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ মাঠে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিস এর মহাসচিব আল্লামা মামুনুল হক এ কথা বলেন।স্বৈরাচারী সরকারের সমালোচনা করে তিনি আরো বলেন, সেসময় শেখ হাসিনার ইশারা ছাড়া প্রধান বিচারপতি কোন রায় দিতো না, বিচার বিভাগ কে ধংস করা হয়েছে। প্রশাসনের সর্বচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যন্ত দলীয় করণ করা হয়েছিল। সরকারি দপ্তর গুলোতে দলীয় ক্যাডার নিয়োগ করে লুটপাট কায়েম করেছিল তারা। আওয়ামী সরকার পদ্মা সেতু থেকে শুরু করে সকল মেগা প্রকল্পের নামে হরিলুট করেছে।একাত্তরের মুক্তিযুদ্ধে পুলিশের গৌরব উজ্জল ভুমিকাকে বিতর্কিত করতে পুলিশ কে জনগণের মুখোমুখি করে তুলেছে হাসিনা সরকার।
অন্তর্বতিকালিন সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন,  বৈষম্য দুর করে সংখ্যানুপাতিক হারে সুযোগ সুবিধা বিন্যাস করুন।জনগণের রক্তের উপর দিয়ে মশনদে থাকার চেষ্টা করবেন না। জনগণ যেকদিন চাই ততদিনের বেশি থাকার চেষ্টা করবেন না। আপনাদের দীর্ঘ দিনের দেশ চালার দায়িত্ব না। নির্বাচন কমিশন গঠন করায় বর্তমান সরকার কে ধন্যবাদ দিয়ে দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থার দাবি জানান তিনি।আবু সাইদের মত সকল ছাত্রজনতার রক্তর দান বৃথা যেতে দেয়া হবে না। সংবিধান সংস্কারকালে ইসলাম পরিপন্থি কোন আইন যাতে সংসদে কখনও পাশ না হতে পারে সেই দাবিও তুলে ধরা হয়। এছাড়াও গণ সমাবেশ থেকে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ও খেলাফতের বাংলাদেশ প্রতিষ্ঠার দাবি করেন বক্তারা।১৫ বছরের অত্যাচার অবিচারে আলেম সমাজ বেশি নির্যাতনের স্বীকার হওয়ার অভিযোগ করা হয়। তাছাড়াও ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে ঘুমন্ত নিরস্ত্র আলেম ওলামার উপর হামলা ছিল স্মরনকালের নজির বিহীন বর্বরতা।বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলার সাধারণ সম্পাদক মুফতি আবু নাসের।পরে ফরিদপুর-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস এর যুগ্ম মহাসচিব মুফতি শারাফত হোসাইন ও ফরিদপুর-৪ আসনে খেলাফত যুব মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমানকে দলীয় প্রার্থী হিসাবে ঘোষনা করে তাদের হাতে রিকসা প্রতীক তুলে দেয়া হয়।খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তুলতে আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা গণ সমাবেশে উপস্থিত হন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com