1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবিক ও গরীবের বন্ধু খ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডা. শাহাদাৎ হোসেন বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুল ইসলাম আর নেই,শোক প্রকাশ মানুষ চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জলঢাকায় মানববন্ধন রংপূর সড়ক ও জনপথের চলমান কাজে অনিয়ম ধরা পড়লে ছাড় নেই -নির্বাহী প্রকৌশলী পীরগঞ্জ প্রেসক্লাবের ৪৭ তম প্রতিষ্ঠা বাষির্কী পালন শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রাক ড্রাইভার নিহত বাগেরহাটের সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৮ জন গ্রেপ্তার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরকার নিরাপত্তা প্রস্তুতি ও প্রশাসনিক সমন্বয় জোরদারে তৎপর উপকূলের বন্ধু: নৌবাহিনীর আলোয় আলোকিত কয়রা, বিনামূল্যে চিকিৎসায় সুস্থতার হাসি! সরিষাবাড়ীতে ১৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উপকূলের বন্ধু: নৌবাহিনীর আলোয় আলোকিত কয়রা, বিনামূল্যে চিকিৎসায় সুস্থতার হাসি!

এস এম এ রউফ
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

দূর্যোগপ্রবণ খুলনার কয়রা উপজেলায় এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলো বাংলাদেশ নৌবাহিনী। ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে সোমবার ২৮ জুলাই দিনব্যাপী মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম। নৌবাহিনী খুলনা অঞ্চলের আয়োজনে, কয়রা ও তার আশপাশের প্রত্যন্ত অঞ্চলের তিন শতাধিক গরীব, অসহায় ও দুস্থ মানুষ এই সেবার মাধ্যমে নতুন করে সুস্থতার আলো দেখতে পেলেন।
সকাল ১১টা থেকে শুরু হওয়া এই মেডিকেল ক্যাম্পে ছিল চিকিৎসক ও সেবাকর্মীদের এক নিবেদিত দল। দূর-দূরান্ত থেকে আসা রোগীদের প্রতিটি প্রয়োজনকে গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। শুধু বিনামূল্যে চিকিৎসা নয়, প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
চিকিৎসাসেবা নিতে আসা জামিলা খাতুন নামে একজন সেবাগ্রহীতা জানান, “এখানকার চিকিৎসা সেবার মান সত্যিই অসাধারণ। চিকিৎসকদের সাথে মন খুলে সব কথা বলতে পেরেছি, যা অন্য কোথাও সম্ভব হয় না।” প্রায় সাত কিলোমিটার দূর থেকে চিকিৎসা নিতে এসেছিলেন রিপন। তাঁর কথায়, “নৌবাহিনীর চিকিৎসাসেবা যে উন্নত, তা শুনেই এখানে এসেছিলাম। এত সুন্দর পরিবেশে চিকিৎসা নিয়ে এখন সুস্থ মনে বাড়ি ফিরতে পারছি।”তাদের মতো আরও শত শত মানুষ নৌবাহিনীর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন। প্রত্যন্ত এলাকায় যেখানে উন্নত চিকিৎসাসেবা পাওয়া দুষ্কর, সেখানে এমন একটি উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক সন্তুষ্টি এনে দিয়েছে।
নৌবাহিনীর চিকিৎসকরা জানিয়েছেন, বাংলাদেশ নৌবাহিনী অতীতেও বিভিন্ন দুর্যোগ ও প্রতিকূল পরিস্থিতিতে দুর্গম এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
বাংলাদেশ নৌবাহিনীর এই মহতী উদ্যোগ কেবল চিকিৎসাসেবার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি প্রান্তিক মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। কয়রায় নৌবাহিনীর এই আলোর রেখা আগামীতেও মানুষের সেবায় নিরন্তর বয়ে যাবে, এমনটাই প্রত্যাশা সবার।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com