চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ১৩ জুলাই (রবিবার) সকালে উপজেলা কনফারেন্স রুমে নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছানের সভাপতিত্বে লোহাগাড়া উপজেলা প্রধান শিক্ষক ফোরামের সভাপতি ও শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মোহাম্মদ আবুবক্করের সঞ্চালনায়
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার নবনির্বাচিত যুগ্ম আহবায়ক ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক কমিটির সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান চৌধুরী, জামায়াত ইসলামী বাংলাদেশ,লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে লোহাগাড়া-বটতলী শহর উন্নয়ন কমিটির আহবায়ক কাজী নুরুল আলম চৌধুরী, সদস্য সচিব ছরোয়ার আকতার এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন,সামাজিক সংগঠন,শিক্ষক সংগঠন, ক্রীড়া সংগঠন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।