মঠবাড়িয়া উপজেলার সৎ, যোগ্য, ন্যায়পরায়ণ, কর্মবান্ধব ও মানবিক গুণসম্পন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাইয়ুম মহোদয়ের হঠাৎ বদলির আদেশে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। এ আদেশ প্রত্যাহারের দাবিতে আজ শনিবার (১৩ এপ্রিল) সকাল ১০টা থেকে মঠবাড়িয়া উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে শান্তিপূর্ণ অনশন কর্মসূচি।
‘মঠবাড়িয়ার সর্বস্তরের জনগণ’-এর আয়োজনে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা ইউএনও কাইয়ুমের দক্ষ প্রশাসনিক পরিচালনা, জনবান্ধব মনোভাব ও মানবিক আচরণের কথা উল্লেখ করে বলেন, “তিনি শুধু একজন কর্মকর্তা নন, বরং মঠবাড়িয়ার মানুষের জন্য একজন অভিভাবকের মতো হয়ে উঠেছিলেন। তাঁর হঠাৎ বদলির আদেশ আমাদের মেনে নেওয়া কঠিন।”
এ সময় বক্তারা বদলি আদেশ দ্রুত বাতিল করে তাকে মঠবাড়িয়ায় বহাল রাখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।