কামাল উদ্দিন পাটোয়ারীর সমন্বয়ে ও ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ ফখরুদ্দিন মানিকের ব্যবস্থাপনায় কানাডিয়ান সংস্থা ICNA Relief কানাডার অর্থায়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সৌজন্যে তিনশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়। আতাতুর্ক আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান উদ্বোধন হয়।পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সকাল ৮:৩০মিনিটে অনুষ্ঠান শুরু হয়। পৌর সেক্রেটারি আবু সাঈদ কামরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি : গাজী সালেহ উদ্দিন, আমীর, দাগনভূঞা উপজেলা।বিশেষ অতিথি: কামাল উদ্দীন পাটোয়ারী,সেক্রেটারি দাগনভূঞা উপজেলা।
প্রধান মেহমান: মাওলানা কামরুল আহসান,পৌর আমীর, দাগনভূঞা।বিশেষ মেহমান: নজির আহমেদ, সাবেক প্যানেল মেয়র,দাগনভূঁইয়া পৌরসভা। বক্তব্য রাখেন : ইউনিয়ন আমীরগণ ৪ নং রামনগর ইউনিয়ন আমীর মাস্টার আহসান উল্লাহ।
৫ নং ইয়াকুবপুর ইউনিয়ন আমীর ডাঃ মাঈন উদ্দিন। ৬ নং সদর ইউনিয়ন আমীর আলাউদ্দিন।৭ নং মাতুভূঞা ইউনিয়ন আমীর মাওলানা নুরুল আমিন। জামায়াতে ইসলামী সরকার গঠন করলে যাকাত প্রথার মাধ্যমে দারিদ্র বিমোচন ও ইসলামিক অর্থনীতি বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনের অঙ্গীকার এবং আল্লাহর আইন,সৎ লোকের শাসন, নিশ্চিতের আশ্বাস দেন।আতাতুর্ক স্কুল মাঠে সুশৃংখলভাবে উপহার সামগ্রী বিতরণ করার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।