উলিপুরে হেফজ বিভাগের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা পরিচালকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার তবকপুর ইউনিয়নের মাটিয়াল আদর্শ বাজার এলাকায়।
গ্রেফতারকৃত ব্যক্তি রিয়াজুল ইসলাম (২৮)। তিনি তবকপুর ইউনিয়নের বিবি মরিয়ম রিয়াজুল জান্নাহ হাফেজিয়া আবাসিক মাদ্রাসার পরিচালক ও আদর্শ বাজার সরাইপাড় গ্রামের বাসিন্দা।
মামলার সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর রাতে মাদ্রাসার পরিচালক হাফেজ রিয়াজুল ইসলাম হেফজ বিভাগের এক ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরদিন ছাত্রীটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের কাছে বিষয়টি প্রকাশ পায়। পরে ১২ অক্টোবর স্থানীয়রা সন্দেহভাজন রিয়াজুল ইসলামকে চিলমারীতে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। খবর পেয়ে পুলিশ তাকে হেফাজতে নেয়।
পরে ১৩ অক্টোবর (সোমবার) দুপুরে ওই ছাত্রীর পিতা উলিপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, ধর্ষণ মামলায় মাদ্রাসার পরিচালক রিয়াজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে এবং সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।