কুড়িগ্রামের উলিপুরে দুর্যোগকালীন সময়ে জেন্ডার সংবেদনশীল রিপোটিং বিষয়ক প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৪৫ জন সাংবাদিক নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ জুলাই ) লাইট হাউজ এর আয়োজনে উলিপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে কর্মশালার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা।
উলিপুর প্রেসক্লাবের সভাপতি মাও : মমতাজুল হাসান করিমীর সভাপতি কর্মশালার শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন, চিলমারি প্রেসক্লাবের সভাপতি সাবু মিয়া, উলিপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মোন্নাফ আলী, মনজুরুল হান্নান, লক্ষণ সেনগুপ্ত প্রমুখ।
কর্মশালায় মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন, লাইট হাউজের প্রকল্প কো-অর্ডিনেটর মোঃ জাহাঙ্গীর আলম। দুর্যোগ কালীন সময়ে সাংবাদিকদের করণীয় বিষয়ে আলোকপাত করেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক ও দৈনিক আজকালের খবরের সিনিয়র রিপোর্টার মোঃ জাকির হোসাইন।
কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে দুর্যোগ পূর্ব প্রস্তুতি দুর্যোগ কালীন ও দুর্যোগ পরবর্তী করণীয় বিষয়ে আলোচনা করেন লাইট হাউজের প্রজেক্ট ম্যানেজার মনিরুল ইসলাম।