1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন

উলিপুর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

Md Rezaul Islam
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের উলিপুরে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করায় উপজেলার শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের পারফরমেন্স বেজ্ড প্লানস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কীম এর আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বুধবার (২৩ জুলাই ) উলিপুর অডিটোরিয়াম হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াহিদ, অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান, শিক্ষার্থী মোছাঃ নুসিন আক্তার, প্রধান শিক্ষক ওয়ালেদা বেগম, উলিপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক ডঃ মোঃ শফিকুল ইসলাম, আব্দুল হাই সিদ্দিকী প্রমুখ।

একাডেমিক সুপারভাইজার নুর-ই আলম সিদ্দিকীর সঞ্চালনায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন ২০২২ ও ২৩ শিক্ষা বছরে এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় উপজেলা পর্যায়ে ভালো ফলাফল করায় ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫ জন শ্রেষ্ট শিক্ষার্থীকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। উল্লেখ্য যে, এ প্রকল্পের আওতায় ইতিপূর্বে এসব শিক্ষার্থীদের নিজস্ব ব্যাংক একাউন্টে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com