সিরাজগঞ্জের উল্লাপাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী এবং শিক্ষা নগরীর রূপকার এম আকবর আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে।
বুধবার দুপুর ১২টায় রাজধানী ঢাকার তার নিজস্ব অফিসের হলরুমে আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার ঘোষণা করেন তিনি।
শিক্ষা উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি উন্নয়ন এবং উল্লাপাড়াকে একটি মডেল উপজেলায় রূপান্তরের সার্বিক প্রতিশ্রুতি তুলে ধরেন এম আকবর আলী।
তিনি বলেন, “উল্লাপাড়ার সার্বিক উন্নয়নই আমার প্রধান লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও শিল্পায়নে বৈপ্লবিক পরিবর্তন আনাই আমার অঙ্গীকার।”
উল্লাপাড়ায় সরকারি আকবর আলী কলেজ, উল্লাপাড়া বিজ্ঞান কলেজ, মোমেনাআলী বিজ্ঞান স্কুল, বড়হর স্কুল অ্যান্ড কলেজসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সৈয়দ জাহিদ হাসান, উল্লাপাড়া লেখক পরিষদের সভাপতি ফিরোজ আলমসহ বিভিন্ন শ্রেণি–পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা এম আকবর আলীর শিক্ষা, সমাজসেবা ও উন্নয়নকাজের প্রশংসা করে তার প্রতি সমর্থন জানান।
ইশতেহার ঘোষণার মধ্য দিয়ে উল্লাপাড়ায় নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।