সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উধুনিয়া ইউনিয়ন বিএনপির ৭নং ওয়ার্ডের আয়োজনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম. আকবর আলীর পক্ষে নির্বাচনী প্রচার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে উধুনিয়া ইউনিয়নের আগদিগল গ্রামে অনুষ্ঠিত এ প্রচার ও আলোচনা সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি ছিলেন।
সভায় উধুনিয়া ইউনিয়ন বিএনপির নেতা আলহাজ্ব ইউনুস আলীর সভাপতিত্বে এবং প্রফেসর জলিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মানু, কৃষক দলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু শাহীন রেজা, পৌর বিএনপির সাবেক সদস্য আশরাফুল ইসলাম মিন্টু, উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, সরকারি আকবর আলী কলেজ ছাত্র দলের সভাপতি রিফাত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এরশাদ বিন মজিদ এবং উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিছুর রহমান লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা এম. আকবর আলীর উন্নয়নমুখী রাজনৈতিক দর্শন, শিক্ষাবান্ধব উদ্যোগ এবং অতীতে এলাকার সার্বিক উন্নয়নে তাঁর অবদান তুলে ধরেন। একই সঙ্গে আগামী নির্বাচনে তাঁর পক্ষে গণসমর্থন বাড়াতে সাধারণ মানুষের দোরগোড়ায় বিএনপির কর্মসূচি পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
সভা শেষে উপস্থিত নেতা-কর্মীরা আগামীর নির্বাচনে ধানের শীষের পক্ষে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে প্রচারণা চালানোর প্রত্যয় ব্যক্ত করেন।