সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে পরিচালিত মোবাইল কোর্টে অনুমোদনহীনভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে উল্লাপাড়া উপজেলার ‘চোখের আলো চক্ষু হাসপাতাল’কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার প্রতীতি পিয়া(সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট)জেলা ম্যাজিস্ট্রেট এর কার্যালয় সিরাজগঞ্জ,স্যানিটারি ইন্সপেক্টর ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার (ইউএইচএফপিও) এর সহায়তায় এ অভিযান পরিচালনা করেন। অভিযানে দেখা যায়, হাসপাতালটি কোনো প্রকার সরকারি অনুমোদন ছাড়াই চক্ষু অপারেশনের মতো গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ চিকিৎসা কার্যক্রম চালাচ্ছে। পরীক্ষামূলকভাবে রোগী ভর্তি করে অপারেশন পরিচালনা করা হচ্ছিল, যা গুরুতর জনস্বাস্থ্যঝুঁকির শামিল। অবৈধভাবে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা এবং ৫০ হাজার টাকার বন্ডে মুচলেকা নেওয়া হয়, যাতে ভবিষ্যতে অনুমোদন ছাড়া এ ধরনের কার্যক্রম পরিচালনা না করে। একইদিন ঢাকাক্লিনিকেও পরিদর্শন করা হয়। তবে সেখানে বড় ধরনের কোনো অনিয়ম পরিলক্ষিত হয়নি। এই অভিযানে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্যের ঝুঁকি রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।