সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রোগ্রাম অন এগ্রিকালচার রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ ( পার্টনার ) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টার সময় উপজেলা শিল্পকলা একাডেমিতে এসভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুর্বনা ইয়াসমিন সুমির সভাপতিত্বে, পার্টনার কংগ্রেস সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চল, কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ি, আঃজাঃমুঃআহসান শহীদ সরকার, উপজেলা নির্বাহী অফিসার, আবু সালেহ মোহাম্মদ হাসনাত,সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রকল্প বগুড়া অঞ্চল, কৃষিবিদ, মাসুদ আহমেদ, প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিছুর রহমান লিটন সহ অনেকে।