1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরগঞ্জে পারিবারিক কলহের জেরে চাচাকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-সন্তান গুরুতর আহত শ্রীবরদীতে সাংবাদিকের নামে দেয়া মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন পিআর পদ্ধতিতে নির্বাচন: সম্ভাবনা ও সংশয় মৃত মায়ের জন্য বরফ কিনতে গিয়ে হামলার শিকার সন্তান ধর্মব্যবসায়ী হাসিনার দোসর চরমোনাই পীর পিআর পদ্ধতিতে ক্ষমতায় যেতে চায় — বিএনপি নেতা রফিকুল ইসলাম জামাল রংপুরের কাউনিয়ায় কাভার্ড ভ্যানে ৫৫ কেজি গাঁজাসহ চালক গ্রেফতার চট্টগ্রাম মহানগরের বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল’র বর্ধিত সভা অনুষ্ঠিত হয় যুবদলের পাথর মেরে হত্যার প্রতিবাদকারীদের জাবিপ্রবি ছাত্রদল আহ্বায়কের হুমকি মুন্সীগঞ্জে থানার সামনে তিনটি বাস, জিপ, প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষে আহত ১৫ ফেনীতে এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন ছাত্রদল

উল্লাপাড়ায় পিআইসি-১ ও পিআইসি-২ (এডিপি) প্রকল্পের অর্থায়নে ৩৬ জন দরিদ্র মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ

মোঃ আনিছুর রহমান লিটন
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পিআইসি-১ ও পিআইসি-২ এডিপি প্রকল্পের অর্থায়নে ৩৬ জন দরিদ্র ও হতদরিদ্র মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআইসি প্রকল্পের প্রশাসক সাইদুল ইসলাম মোগল। তার তত্ত্বাবধানে যাচাই-বাছাই করে প্রকৃত অসহায় ও কর্মক্ষম নারীদেরকে এ সহায়তা প্রদান করা হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা তৌহিদুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ জামাল লাবু, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য নওজেশ আলী, রাঙা খন্দকার, নজরুল ইসলাম, বাবু আকন্দ, আব্দুর রশিদ, আকবর আলী এবং সংরক্ষিত মহিলা সদস্য চায়না খাতুন, নাসরিন সুলতানা ও নাসরিন খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে সাইদুল ইসলাম মোগল বলেন, “নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদেরকে আত্মনির্ভরশীল করাই আমাদের লক্ষ্য। এই সেলাই মেশিনগুলো পেয়ে তারা ঘরে বসে আয় করতে পারবেন। এতে পরিবারে স্বচ্ছলতা আসবে এবং দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখবে।”

স্থানীয় জনপ্রতিনিধি ও অতিথিরা বলেন, “এ ধরনের উন্নয়নমূলক কর্মসূচি সমাজে দারিদ্র্য হ্রাস এবং নারীর ক্ষমতায়নে ইতিবাচক ভূমিকা রাখবে। এই উদ্যোগ প্রশংসনীয় এবং সময়োপযোগী।”

উল্লেখ্য, পিআইসি-১ ও পিআইসি-২ (এডিপি) প্রকল্পের আওতায় এ ধরনের কার্যক্রমের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন স্তরের সুবিধাবঞ্চিত মানুষদের সহযোগিতা প্রদান করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com