সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কারের জন্য পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে পারফর্মেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউ স্কিমের আওতায় ২০২২-২৩ সালের মেধাবী শিক্ষার্থীদের পুরুষ্কার দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত এর সভাপতিত্ব এসময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের বিশ্বাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,অভিভাবক ও শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় ১৬ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৩৯ শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়।