উল্লাপাড়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ-৬৪ (উল্লাপাড়া-৪) আসনে বিএনপির পক্ষ থেকে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির অন্যতম নেতা এম আকবর আলীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে চূড়ান্ত করায় আনন্দ মিছিল করেছে দূর্গনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
শনিবার (তারিখ উল্লেখ করুন) দুপুরে দূর্গনগর ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী।
আনন্দ মিছিল শেষে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং ছাত্রদলের সাবেক আহ্বায়ক নুরুল আলমের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক সাংগঠনিক সম্পাদক কাওছার হোসেন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, নুরুল ইসলাম, যুবদল নেতা, নুরনবী সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “দলীয় সিদ্ধান্ত মোতাবেক সাবেক সংসদ সদস্য ও ত্যাগী নেতা এম আকবর আলীকে প্রার্থী চূড়ান্ত করায় আমরা অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত। তার নেতৃত্বেই উল্লাপাড়ায় বিএনপির গণজোয়ার সৃষ্টি হবে এবং ভোট বিপ্লবের মাধ্যমে এ সরকারকে বিদায় জানানো হবে।”
আলোচনা শেষে তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।