আজকে ফাতিমার সাথে দেখা হল। ওর বয়স মাত্র পাঁচ। লালমনিরহাটের পথসভায় ওর বাবা ওকে কাঁধে করে নিয়ে এসেছিলেন। উনি বললেন যে ফাতেমা আমার উকুন দূর করার ভিডিও দেখে উনাকে বলেছিল ওর জন্য সেই উকুন মারার শ্যাম্পু নিয়ে আসতে। শ্যাম্পু ব্যবহার করার পর এখন ওর মাথায় আর উকুন নাই।
গল্পটা সামনাসামনি শুনে এত ভালো লেগেছে। এই নতুন প্রজন্ম কৌতুহলী, আত্মবিশ্বাসী। দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। এমন একটা পৃথিবীতে ওরা বড় হচ্ছে, যেখানে প্রয়োজনীয় তথ্য ওদের হাতের মুঠোয়। আগের মত এত সহজে এই প্রজন্ম প্রতারিত হবে না। তাদের অধিকার ছিনিয়ে নিতে গেলে তারা প্রতিরোধ করবে। কারণ তারা প্রশ্ন করতে শিখছে।