1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দুমকিতে বিদ্যালয়ের নামে জমি দখলের অভিযোগ, যুবলীগের সভাপতি বিরুদ্ধে বেরোবিতে জুলাই শহীদ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত ষড়যন্ত্রমূলক দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে – পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল সৈয়দপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের ১২২ কোটি টাকার বাজেট ঘোষণা আমতলীতে জাল ওয়ারিশ সার্টিফিকেট প্রদান করায় স্বেচ্ছসেবকলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান কারাগারে গুপ্ত সংগঠন কর্তৃক ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দুয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল প্রয়াত হলেন ‘Scientific Tafsir of Quran’-এর লেখক জাকারিয়া কামাল পরশুরামে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও নদী খননের দাবীতে মানববন্ধন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জনগনের অধিকার প্রতিষ্ঠায় নাগরিক ঐক্য চাই;;– এই স্লোগানে ভোলায় অনুষ্ঠিত হলো জাতীয় নাগরিক পার্টির বর্ণাঢ্য পদযাত্রা

এমন কোনো মানুষ নেই যে এসডিজি লক্ষ্যমাত্রার বাইরে-বিভাগীয় কমিশনার

আরিফ রববানী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে
ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ বলেছেন- কাউকে পিছনে ফেলে নয়, সবাইকে সমতার কাতারে নিয়ে আসার লক্ষ্যেই টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)-২০৩০ প্রণয়ন করা হয়েছে। বিশ্বের এমন কোনো মানুষ নেই যে এসডিজির এসব লক্ষ্যমাত্রার বাইরে। পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে সমতার সূতোয় নিয়ে আসা যাতে তারা সমাজের বোঝা না হয়ে সম্পদ হয়। এতে ব্যক্তি এবং দেশ উভয়ই উপকৃত হবে, জীবনমান বৃদ্ধি পাবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের মানুষের।

মঙ্গলবার (১৫জুলাই) বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের আয়োজিত টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত বিভাগীয় কমিটির ১৭তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের  পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফার সঞ্চালনায় এতে ময়মনসিংহ বিভাগের  বিভাগীয় সকল দপ্তরের দপ্তরপ্রধানগণ উপস্থিত ছিলেন।

শুরুতে বিভিন্ন দপ্তরের সাথে এসডিজির নির্দিষ্টকৃত ১৭টি অভীষ্ট ও ২৬৯টি টার্গেটের মধ্যে সাদৃশ্যপূর্ণ অভীষ্ট ও টার্গেটের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরপ্রধান তার কার্যালয়ের কার্যক্রম ও অগ্রগতি উত্থাপন করেন। এরপর ২০৩০ সালের মধ্যে এসডিজির লক্ষ্য পূরণ বিষয়ে মুক্ত আলোচনায়  অংশ নেন কর্মকর্তারা। এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)  জিয়া আহমেদ সুমন বলেন, তথ্য গ্যাপ যাতে না থাকে, সবাই যেন এসডিজির গোল পূরণে সচেষ্ট হই। ২০১৫ সালে বাংলাদেশ কর্তৃক এমডিজি অর্জিত হয়েছে, ২০৩০ সালের মধ্যে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিটি ডিপার্টমেন্টের সহযোগিতা জরুরি।

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, আমাদের কাছে এসডিজির অগ্রাধিকার সর্বোচ্চ। নির্দেশক লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রতিটি বিভাগকে নিজ নিজ জায়গা থেকে  সর্বোচ্চ চেষ্টা করতে হবে। ২০৩০ সালের মধ্যে আমরা একটা দারিদ্র্য ও বৈষম্যমুক্ত বাংলাদেশ দেখতে চাই।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com