২০২৫ সালের এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের তাৎক্ষণিকভাবে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়ে একটি ব্যতিক্রমধর্মী ও উৎসাহব্যঞ্জক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নাগেশ্বরী উপজেলা কচাকাটা থানা শাখা।
বৃহস্পতিবার (১০ জুলাই) ফলাফল ঘোষণার পর দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় গিয়ে সদ্য ফলপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ফুল ও মিষ্টির প্যাকেট তুলে দেন ছাত্রশিবির নেতৃবৃন্দ। এতে অংশ নেন কচাকাটা থানা শাখার সভাপতি মোঃআতিকুর ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন শাখার দায়িত্বশীল সদস্যরা। শিক্ষার্থীদের এই সাফল্যে তাদের পরিবার, শিক্ষক, সহপাঠী এবং স্থানীয় জনগণের মাঝে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়। অনেকেই বলেন, এমন উদ্যোগ শিক্ষার্থীদের মনোবল বাড়ায় এবং আগামী দিনে তাদের আরও ভালো কিছু করার প্রেরণা জোগায়।
কচাকাটা থানার শিবির সভাপতি মোঃ আতিকুর ইসলাম বলেন,
“আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশনেতা। তারা যেন নৈতিকতা, দেশপ্রেম এবং মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে গড়ে উঠতে পারে, সে লক্ষ্যে আমরা সবসময় শিক্ষাবান্ধব ও উৎসাহমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এ ধরনের অভিনন্দন কর্মসূচি মেধাবী শিক্ষার্থীদের আরও এগিয়ে যেতে সহায়তা করবে বলে আমরা বিশ্বাস করি।”
উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় এবারও ছাত্রশিবির উপজেলার কচাকাটা থানার শাখা পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের তাৎক্ষণিক সম্মাননা প্রদানের মাধ্যমে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।