আগামী ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার সকাল ১০টায় একযোগে সারা দেশের এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডঃ মুহাম্মদ ইউনূস এদিন আনুষ্ঠানিকভাবে ফলাফল উদ্বোধন করবেন।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড.সি আর আবরার সকাল সাড়ে ৯টায় প্রধান উপদেষ্টার কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরবেন। এরপর শিক্ষার্থীরা অনলাইনে ও এসএমএসের মাধ্যমে তাদের ফল জানতে পারবে। গত ১০ এপ্রিল ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। গত ১৩ মে পরীক্ষা শেষ হয়েছে। ফলের অপেক্ষায় রয়েছেন পরীক্ষায় অংশ নেয়া ১৯ লাখেরও বেশি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। এছাড়াও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী অংশ নেন।
ফলাফল জানার উপায়:
এসএমএসে: SSC <space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <space> রোল নম্বর <space> ২০২৫ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
ফলাফল প্রকাশ উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রস্তুতি নেওয়া হয়েছে। শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে ফলাফল যাচাই ও প্রকাশে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে। এবারের ফলাফলের মধ্যে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা নিয়ে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।