চট্টগ্রামের লোহাগাড়ায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপুর্তি পালন উপলক্ষে আগামী ৫ আগস্ট সকল উপজেলায় ও ৬ আগস্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত বিজয় মিছিল সফল করার লক্ষ্যে লোহাগাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এক প্রস্তুতি সভা ৩ আগস্ট (রবিবার) রাত ৯ টায় আসহাব উদ্দিন চৌধুরীর বাসভবনের আঙ্গিনায় অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম- আহবায়ক লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা ফৌজুল কবির ফজলুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নাজমুল মোস্তফা আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য,লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী,চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা সালাহ উদ্দিন চৌধুরী সোহেল। অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণের স্বার্থে,দলের স্বার্থে ও সর্বোপরি দেশের স্বার্থে অতীতের সব ভূল- ত্রুটি ভূলে গিয়ে আমরা লোহাগাড়া উপজেলা বিএনপি এখন ঐক্যবদ্ধ। অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।