আমাদের চুয়াডাঙ্গা আলমডাঙ্গা কুষ্টিয়া রুট দিয়ে চলাচল করছে।দুঃখের বিষয় এই যে ট্রেনটি আমাদের আলমডাঙ্গা স্টেশনে কোন স্টপেজ নেই। আলমডাঙ্গা তে এই ট্রেনের স্টপেজ থাকুক এটা আমাদের সকল আলমডাঙ্গা বাসীর দল মত নির্বিশেষে প্রাণের দাবী ।এই দাবীটার বাস্তবায়নে আলমডাঙ্গা থেকে সরাসরি ঢাকা অথবা বেনাপোল যাতায়াত খুবই সহজ হবেযদি স্টেশনের দুরত্বের ব্যাপারটা লক্ষ্য করি, চুয়াডাঙ্গা স্টেশন ও পোড়াদহ স্টেশনে স্টপেজ আছে। এর মধ্যবর্তী তিন টা স্টেশন হলো মুন্সি গন্জ আলমডাঙ্গা ও হালসা মধ্যবর্তী স্টেশন আলমডাঙ্গা।আলমডাঙ্গা বাসী’র দীর্ঘ আবেদন নিবেদনের পরও বাংলাদেশ রেলওয়ের সাড়া না পাওয়ায় ঐতিহ্যবাহী আলমডাঙ্গা রেল ষ্টেশনে বেনাপোল এক্সপ্রেসের ৭৯৫/৭৯৬ ট্রেনের স্টপেজের দাবী আদায়ে আলমডাঙ্গা নাগরিক কমিটি অদ্য বিকাল ৩ টায় রেলওয়ে স্টেশনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের কর্মসূচী নেয়া হয়েছিল।উক্ত মানববন্ধন কর্মসূচী সফল করতে দলমত নির্বিশেষে সর্বস্তরের ছাত্র ছাত্রী সহ শহরের সর্বস্তরের সাধারন জনগণ উপস্থিত হয়ে এই কর্মসুচী পালন করেন।এই সময় তারা বেনাপোল এক্সপ্রেসে ট্রেন থামিয়ে দেন আলমডাঙ্গা রেল স্টেশনে।আগামী ৩১/১২/২৪ তারিখ থেকে বেনাপোলের স্টপেজ দেয়া হবে রেলের উর্ধতন কর্ত্পক্ষের এই প্রতিশ্রুতিতে আজকের কর্মসূচী সফল হওয়ায় আলমডাঙ্গা নাগরিক কমিটির পক্ষ থেকে মানববন্ধনে অংশ নেয়া সকল সংগঠন ও সর্বস্তরের ছাত্র- জনতাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেনমো: হাবিবুল করিম চনচল সদস্য সচিব আলমডাঙ্গা নাগরিক কমিটি।ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আবেদনে এবং আশ্বাসের পরিপ্রেক্ষিতে ট্রেনটি এক ঘন্টা পরে আলমডাঙ্গা রেল স্টেশন ত্যাগ করে।