আমতলী উপজেলার শিক্ষার আলো ছড়ানো একটি প্রতিষ্ঠিত নাম হলো আমতলী মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়। ১৯৭৯ সালের ২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত এই বিদ্যালয় শুরু থেকেই শিক্ষায় আলোকিত একটি পথ দেখিয়ে চলেছে। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি আমতলী ও আশপাশের অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দিয়ে গড়ে তুলছে জাতির ভবিষ্যৎ নির্মাতাদের।
বিদ্যালয়টি তার যাত্রার শুরু থেকেই শুধু পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। নৈতিকতা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ এবং সহপাঠ কার্যক্রমে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে একটি আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, পাঠদানের অনুকূল পরিবেশ এবং আধুনিক শিক্ষাসামগ্রী এ বিদ্যালয়কে এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষস্থানে রেখেছে।
সম্প্রতি ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি আবারও তার কৃতিত্ব প্রমাণ করেছে। এ বছর এই বিদ্যালয় থেকে ২১ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ+) অর্জন করেছে, যা একটি ব্যতিক্রমী সাফল্য এবং শিক্ষা ক্ষেত্রে তাদের নিরলস প্রচেষ্টার প্রতিফলন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এম এ হান্নান বলেন- “আমরা আমাদের শিক্ষার্থীদের শুধু পুঁথিগত বিদ্যা নয়, নৈতিক ও সামাজিক মূল্যবোধেও সমৃদ্ধ করে তোলার চেষ্টা করি। আমাদের লক্ষ্য একজন পরিপূর্ণ মানুষ গড়ে তোলা।”
বিদ্যালয়টি এলাকার মানুষদের জন্য শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং একটি গর্বের প্রতীক। হাজারো শিক্ষার্থী এখান থেকে শিক্ষা নিয়ে উচ্চশিক্ষা ও কর্মজীবনে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। বিদ্যালয়টি বর্তমানে ডিজিটাল শিক্ষা কার্যক্রম, লাইব্রেরি, বিজ্ঞানাগার, ক্রীড়া এবং সাংস্কৃতিক চর্চাতেও অগ্রণী ভূমিকা রাখছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ এবং এলাকাবাসীর প্রত্যাশা, আগামীতেও আমতলী মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় তার ঐতিহ্য ও গৌরব ধরে রেখে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।