কক্সবাজার রামুর গর্জনিয়ার শীর্ষ সন্ত্রাসী, ডাকাত শাহীনের কথিত ক্যাশিয়ার ইকবাল’কে সদর থানাধীন সিকদার পাড়া এলাকা থেকে এবং শাহীন গ্রুপের সক্রিয় সদস্য জাহাঙ্গীর’কে রামু গর্জনিয়ার থোয়াইঙ্গা কাটা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
কক্সবাজার জেলাটি দেশের সীমান্ত এলাকা ও পর্যটক কেন্দ্রীক হওয়ায় অপরাধ প্রবণতা প্রতিনিয়তই বাড়ছে। কক্সবাজার সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক হত্যা, ডাকাতি, মাদক, অস্ত্র, অপহরণ, জমি দখল, গরু চোরাচালান, সুপারি ও সিগারেট চোরাচালান এবং স্বর্ণ চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড সংঘটিত হওয়ার খবর গণমাধ্যমে প্রায়ঃশই প্রকাশিত হচ্ছে। তাছাড়া রামুর গর্জনিয়া সহ কচ্ছপিয়া, নাক্ষ্যংছড়ির সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে মূল্যবান সম্পদ ছিনতাই ও ডাকাতির ফলে জনসাধারন সবসময় আতংকে থাকে। তার মধ্যে শাহীন বাহিনী অন্যতম। ডাকাত শাহীন তার অপকর্ম পরিচালনার জন্য প্রায় ৪০-৪৫ জনের অধিক বেতনভুক্ত ও অস্ত্রধারী সন্ত্রাসী ক্যাডার বাহিনী গড়ে তুলেছে। উক্ত ক্যাডার বাহিনী দিয়ে রামু (গর্জনিয়া, কচ্ছপিয়া) ও নাইক্ষ্যংছড়ি এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। এসব সক্রিয় সদস্যের মধ্যে জাহাঙ্গীর ও শাহীনের কথিত ক্যাশিয়ার ইকবাল অন্যতম।
স্থানীয় জনসাধারণের জানমালের নিরাপত্তার লক্ষ্যে বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধীদের অস্ত্রের যোগানের উৎস ও অস্ত্রধারী সন্ত্রাসীদের তৎপরতা নির্মূলে র্যাবের অনুসন্ধান ও অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১২ জুলাই ২০২৫খ্রিঃ তারিখ বিকালে র্যাব-১৫ এর সদর ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার জেলার রামু থানাধীন গর্জনিয়া ইউপির থোয়াইংগাকাটা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাসী জাহাঙ্গীরকে আটক করেছে সক্ষম হয়।
অপরদিকে, একইদিন সন্ধ্যায় র্যাব-১৫ এর উক্ত চৌকস আভিযানিক দলটি সদর থানাধীন বিজিপি ক্যাম্পের সিকদার পাড়া এলাকা থেকে শাহীন ডাকাতের একান্ত নির্ভরযোগ্য ক্যাশিয়ার ইকবাল’কে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে মর্মে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীদের পরিচয়
১) জাহাঙ্গীর আলম (৪৪), পিতা-মোঃ ইসলাম, সাং-থোয়ইংগা কাটা, গর্জনিয়া ইউপি,
২) ইকবাল (৪০),পিতা-মৃত মোহাম্মদ হোসাইন, সাং-মাঝিরঘাটা, ৬নং ওয়ার্ড, গর্জনিয়া ইউপি,
উভয় থানা-রাম, জেলা-কক্সবাজার।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তারত করা হয়েছে।