কক্সবাজারে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের ঘটনায় মোরশেদ (২৪) নামে এক যুবককে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ। এ সময় অপহৃত কিশোরীকেও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
অভিযান ও গ্রেফতার
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ট্যুরিস্ট পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়।
অভিযানে প্রধান অভিযুক্ত মোরশেদকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে ভিকটিম কিশোরীকে উদ্ধার করা হয়।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন,
> “নাবালিকাকে অপহরণের ঘটনায় আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। প্রযুক্তির সহায়তায় অপহরণকারীকে গ্রেফতার ও ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছি।”
ঘটনার পটভূমি
পুলিশ সূত্রে জানা যায়, রামু উপজেলার বাসিন্দা মোরশেদ কৌশলে কিশোরীকে অপহরণ করে কক্সবাজার সৈকত এলাকায় নিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধের কথা স্বীকার করেছে।
পরিবারের অভিযোগের পর ট্যুরিস্ট পুলিশ আধুনিক প্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে।
স্থানীয়রা জানান, অভিযুক্ত মোরশেদ এর আগেও এলাকায় নানান অপকর্মে জড়িত ছিল।