১৮ ই নভেম্বর (সোমবার) বিকাল সাড়ে ৪টার দিকে পুরাতন আদালত প্রাঙ্গণে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খানের উপস্থিতিতে এসব আলামত ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন মহেশখালী থানার ওসি তদন্ত তাজ উদ্দিন, সেকেন্ড অফিসার আল আমিন, এসআই হারুন’সহ মহেশখালী থানা পুলিশ টিমসহ মহেশখালীর কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।ধ্বংসকৃত আলামতের মধ্যে ছিল, ১ লক্ষ ২৯ হাজার ৯৬০ পিচ ইয়াবা, ৫০০ লিটার দেশি মদ ও ২০০ লিটার চোলাই মদ। এসব মাদকের বাজারমূল্য প্রায় কোটি টাকার অধিক। এ সব মাদক মামলায় ২৫ জন আসামি কারাগারে আটক রয়েছে।জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান জানান, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে এসব মাদক জব্দ করা হয় এবং এই অভিযান অব্যাহত থাকবে। আলামতগুলোর মামলার রায় হয়ে যাওয়ায় এসব মাদক ধ্বংস করা হলো।