বৃহস্পতিবার সকাল ৬:৩০ মিনিটের সময় কিছু ডা* কা*ত দল বাসটার্মিনাল পশ্চিম লাহার পাড়া নাভানা গ্যাস পাম্পের পুব পাশে মোস্তফা মার্কেটে এক ডা* কাত দল ওই দোকানের একটা তালা কেটে ফেলে ২য় তালা কাটার সময় রাস্তা দিয়ে এলাকার একটা ছেলে হেটে যাওয়ার সময় কিছু লোক ওখানে দেখতে পাই তখন সে জিজ্ঞেস বাদ করে তোমাদের বাড়ি কই তখন তারা কিছু না বলে একেক জন একেক দিকে চলে যাচ্ছে সেই যখন বারে বারে জিজ্ঞেস বাদ যখন করছে তারা তাকে ধারালো একটা চাকু দেখাই তখন সে চিৎকার করে লোকজন জড় করছে এলাকার যুবকরা ধাও করে দুই জন কে ধরতে সক্ষম হয় বাকি কয়েকজন ঢাকাত পালিয়ে যায় ওই দুইজনের কাছ থেকে একটা বাইক উদ্ধার করে এবং বড় একটা তালা কাটার একটা যন্ত্র পাওয়া গেছে এবং আরেকটা লোহার সেনি পাওয়া গেছে ৯৯৯ কল দিয়ে পুলিশের হেফাজতে দিয়ে দেওয়া হয়।