কিশোরগঞ্জের কটিয়াদীতে ঈদ পূনর্মীলনী উদযাপন উপলক্ষ্যে প্রেমারচর পূর্ব পাড়া যুব সমাজের পক্ষ থেকে ‘প্রতিযোগীতা ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা’অনুষ্ঠিত হয়েছে। গত ১ এপ্রিল রোজ মঙ্গলবার প্রেমারচর পূর্ব পাড়া ঈদগাহ মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রেমারচর পূর্ব পাড়া ঈদগাহ মাঠের ইমাম মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটিতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জনাব জাকির হোসেন সাহেব। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়াম্যান এম. শফিকুল ইসলাম মোড়ল।
উক্ত অনুষ্ঠানের ১ম পর্বে রাইহান উদ্দিনের সঞ্চালনায় শুরু হয় প্রতিযোগীতা। ৩টি ক্যাগরিতে মোট ৫টি গ্রুপে কোরআন তেলাওয়াত, ইসলামী সংগীত ও দোয়া, আজান প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রায় অর্ধশতাধিক প্রতিযোগী উক্ত প্রতিযোগীতায় অংশ নেয়। প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মধ্যে ৫টি গ্রুপের মোট ১৫ জনকে পুরষ্কৃত করা হয়। তাছাড়াও সকল অংশগ্রহণকারীদের জন্য স্বান্ত্বনা পুরষ্কার প্রদান করা হয়।
বাদ মাগরিব অনুষ্ঠানের ২য় পর্ব শুরু হয়। সুলতান আফজাল আইয়ূবীর সঞ্চালনায় এ পর্বে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক সন্ধ্যায় হামদ, নাত, ইসলামী সংগীত, প্যারোডি গান ও নাটিকাসহ বিভিন্ন পরিবেশণায় মঞ্চ মাতান কিশোরগঞ্জের প্রলয় শিখা শিল্পী গোষ্ঠী ও ঢাকা থেকে আগত আবাবিল নাশিদ ব্যান্ড।
মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে এলাকার নারী-পুরুষদের পাশাপাশি দূর দূরান্ত থেকেও ছুটে আসেন অনেকে। আবাবিল নাশিদ ব্যান্ডের সর্বশেষ পরিবেশনার মাধ্যমে উৎমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।