পাবনার আমিনপুর থানাধীন নান্দিয়ারা গ্রামে কবরস্থান থেকে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ আজ শনিবার সকালে পুলিশ উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,ফজরের নামাজ শেষে কবর জিয়ারত করতে গিয়ে মুসুল্লিরা গোরস্থানের ভেতর একটি আম গাছে এক যুবকের ঝুলন্ত দেখতে পান। এ খবর জানার পর আমিনপুর থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।
উদ্ধারকৃত যুবকের মরদেহটি পার্শ্ববর্তী শিবপুর গ্রামের সোহেলের ছেলে শুভ’র (২৬) বলে জানা গেছে। শুভর পরিবার সুত্রে জানা যায়, গত শুক্রবার নান্দিয়ারা কবরস্থানের বাৎসরিক জালসায় যাওয়ার কথা বলে শুভ বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর সে আর বাড়িতে ফিরে যায়নি। পরিবারের লোকজন আরও জানান, শুভকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।
এলাকাবাসী জানান, আম গাছের সাথে যেভাবে শুভর মরদেহ ঝুলতে দেখা গেছে, তা দেখে মনে হয়নি এটি ফাঁস নিয়ে আত্মহত্যার কোন ঘটনা। আমিনপুর থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ জানান, শুভর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে মৃত্যুর আসল রহস্য বেরিয়ে আসবে।