কিশোর কবি “সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক ভিটা ” কোটালীপাড়া তথা গোপালগঞ্জের গর্বিত ঐতিহ্য। কবি সুকান্ত ভট্টাচার্য্য -১৯২৬ সালের ১৫ আগষ্ট মাতামহের বাড়ি, কলকাতার কালীঘাটের ৪৩,মহিম হালদার স্ট্রীটের বাড়িতে জন্মগ্রহণ করেন।তাঁর পিতার নাম:নিবারন ভট্টাচার্য, মাতার নাম:সুনীতি দেবী।তাঁর পৈতৃক নিবাস -গোপালগঞ্জ জেলার,কোটালীপাড়া উপজেলাধীন,ঊনশিয়া গ্রামে।বেদখল হয়ে যাওয়া বাড়ীটি সরকারি উদ্যোগে উদ্ধার করে, কবি সুকান্ত পাবলিক লাইব্রেরি এবং অডিটোরিয়াম করা হয়েছে। প্রতিবছর এখানে সুকান্ত মেলা অনুষ্ঠিত হয়ে থাকে,যা প্রশাসনের প্রতক্ষ তত্বাবধানে পরিচালিত হয়ে থাকে। বাংলা সাহিত্যের মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুন কবি,একাধারে বিপ্লবী ও স্বাধীনতার আপোষহীন সংগ্রামী কবি সুকান্ত ছিলেন, কম্যুনিস্ট পার্টির আজীবন কর্মী। তাঁর উল্লেখযোগ্য ও বিখ্যাত রচনা হচ্ছে :ছাড়পত্র (১৯৪৭),পূর্বাভাস (১৯৫০),এবং ঘুম নেই (১৯৫০).এছাড়াও তিনি অসংখ্য গ্রন্থ রচনা করেছেন।অসামান্য প্রতিভার অধিকারী কবি, দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে, মাএ একুশ বছর বয়সে, ১৯৪৭ খ্রি:১৩ মে না ফেরার দেশে চলে গেছেন।তাঁর অকাল প্রায়ান,বিশ্ব সাহিত্য অঙ্গেনে অপূরনীয় ক্ষতি, বলে মনে করেন,তাঁর ভক্ত ও অনুরাগী বৃন্দ।গোপালগঞ্জবাসী কবিকে নিয়ে গর্বিত।