মৌলভীবাজারের কমলগঞ্জের বরগাছ রেল ক্রসিং এর কাছে ট্রেনে কাঁটা পরে ইকবাল হোসেন (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে।পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায় গতকাল শনিবার (২৬শে এপ্রিল )সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন ইকবাল হোসেন । রাতে অনেক চেষ্টা করেও খোঁজে পাওয়া যায়নি। অবশেষে আজ সকাল সাড়ে ৭টার দিকে কমলগঞ্জের বরগাছ-গোপালনগর রেল ক্রসিং থেকে প্রায় ২০০ গজ দূরে ট্রেনে কাঁটা পরে একজনের মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে ইকবাল হোসেনকে সনাক্ত করেন। লাশ অনেকটাই বিকৃত হয়ে গেছে। হাত-পা এবং মাথার খুলি কেটে গিয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ- এলাকাবাসী মৃত ব্যাক্তির হাত দুটি খোঁজে পায় নি। জানা যায় ইকবাল হোসেন স্ত্রীসহ স্বশুর বাড়ি কমলগঞ্জ সদর ইউনিয়নের বুড়িছড়া গ্রামে বেড়াতে এসেছিলেন। প্রাথমিকভাবে এটা আত্বহত্যা মনে হলেও ইকবালের স্বজনরা একে পরিকল্পিত হত্যাকান্ড বলছেন। পুলিশ বলছে এখনই কিছু বলা যাচ্ছে না,আলামত সংগ্রহ করা হচ্ছে এবং লাশ পোস্টমর্টেম এর জন্য পাঠানো হয়েছে।
উল্লেখ্য,ইকবাল মিয়া কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামের ইলিয়াস মিয়ার সন্তান।